অস্ট্রেলিয়ার মুখের খাবার কেড়ে নেয়ার মতোই অবস্থা! গতকাল তৃতীয় দিনের খেলা শেষেও মনে হচ্ছিলো, প্রকৃতি বড় বাধা হয়ে না দাঁড়ালে পাল্লেকেলে টেস্ট যাচ্ছে অস্ট্রেলিয়ার ঘরে। তবে গতকাল চতুর্থ দিন শেষে নিজেদের সামর্থ্য দিয়েই টেস্টের ভাগ্যে ‘ড্র’ লিখে দিতে চলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আলোর স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২২৩ রান। এর আগে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪১১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
শ্রীলঙ্কা গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ২৩৭ রানে পিছিয়ে থেকে। ম্যাচে টিকে থাকাই যখন বড় চ্যালেঞ্জ, তখন উদ্বোধনী জুটিতে ৮১ রান এনে দেন  অধিনায়ক দিলশান। তারা ৫৫ ও ৩৬ রানে আউট হন। দিন শেষে কুমার সাঙ্গাকারা ৬৯ ও মাহেলা জয়াবর্ধনে ৩৮ রানে অপরাজিত থাকেন।