১৯৯৭ সালে ক্লাব ফুটবল ক্যারিয়ার শুরু করার পর ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লিগে বেশ দাপটের সাথেই খেলেছেন উরুগুইয়ান তারকা ডিয়েগো ফোরলান। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন প্রিমিয়ার লিগের সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ভিলারিয়াল ও মাদ্রিদের হয়ে দীর্ঘ আট বছর খেলেছেন স্প্যানিশ লিগে। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরেকটি বড় আসর ইতালিয়ান লিগেও অভিষেক হতে যাচ্ছে গত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এ স্ট্রাইকারের।কাল পালের্মোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলানের ফোরলান।
এবারের মরসুমের শুরুতে ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে বিক্রি করে দিয়ে ফোরলানকে দলে ভিড়িয়েছে ইন্টার। গত মরসুমটা ইতালিয় লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই শেষ করেছিলেন ইতো। তার আগের বছর ইন্টারকে জিতিয়েছিলেন লিগ শিরোপা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এখন ইতোর এ জায়গাটা ফোরলান সফলভাবে পূরণ করতে পারবেন, এমনটাই আশা ইন্টার সমর্থকদের। মাঠে শেষ পর্যন্ত তিনি কেমন করবেন, এটা এখনো বোঝা না গেলেও তার উপস্থিতি ইতোমধ্যেই ভীতি সঞ্চার করেছে প্রতিপক্ষ পালের্মোর খেলোয়াড়দের মধ্যে। পালের্মোর স্ট্রাইকার আবেল হার্নান্দেজ বলেছেন, ‘আমি ফোরলানের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তাই তাকে নিয়ে আমরা কিছুটা ভয়েই আছি। তবে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটা দিয়ে মরসুম শুরু করতে পারাটা আমাদের অনেক অনুপ্রেরণা জোগাবে। শুরুতেই বড় দলের মুখোমুখি হতে পারাটা আমাদের জন্য অনেক ভালো হতে পারে।’
সাবেক লাজিও স্ট্রাইকার মাউরো জারাতে ও আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতোকে নিয়ে ইন্টারের আক্রমণভাগ সামলাবেন ফোরলান।