বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান পাপন বিসিবির শীর্ষ পদে আ হ ম মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন। আইসিসির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী বিসিবির পদ ছেড়ে দিতে হয় মোস্তফা কামালকে। গত সোমবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে তিনি লিখিতভাবে জানিয়ে দেন, “আমার পদে নতুন কাউকে নিয়োগ দিন। আমি আর বিসিবি সভাপতি থাকতে পারছি না।” গত সপ্তাহে মোস্তফা কামালের আইসিসিতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার সময়থেকেই নতুন সভাপতির মনোনয়ন নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছিল। পাপনের পাশাপাশি সাবের হোসেন চৌধুরীর নামও শোনা যাচ্ছিল, যিনি আগেও বিসিবির সভাপতি ছিলেন। আলোচনায় ছিল বিসিবির সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আনামের নামও। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েকিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। তিনি বিসিবির চতুর্দশ সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেট বোর্ডের প্রথমসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী। আর ত্রয়োদশ সভাপতি মুস্তফা কামাল দায়িত্বে ছিলেন ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বরথেকে। ১৯৬১ সালের ৩১ মে জন্ম নেয়া পাপন এমবিএ ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও কাজ করেছেন তিনি। বর্তমানে রাষ্ট্রপতির সঙ্গে কুয়েত সফরে থাকা পাপনের বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে।