বেইজিংয়ের পর লন্ডন অলিম্পিকেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। গড়েছেন দুই অলিম্পিকে এই দুই ইভেন্টে সোনা জয়ের বিশ্বরেকর্ড। তবে এখানেই শেষ নয়। এই লন্ডনেই আরেকটি বিশ্বরেকর্ড হাতছানি দিয়ে ডাকছে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টকে।
বাংলাদেশ সময় আজ রাত দুইটায় ৪x১০০ মিটার দলগত রিলেতে অংশ নেবেন বোল্ট। এই প্রতিযোগিতায় জ্যামাইকা সোনা জিতলে দুটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জয়ের একমাত্র স্প্রিন্টার হবেন বোল্ট।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ এবং ৪x১০০ মিটার দলগত রিলে—তিনটি ইভেন্টেই সোনা জয়ের রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি। এবার লন্ডন অলিম্পিকে এসে ১০০ মিটারের সোনা নিজের কাছে রেখে দেন রেকর্ড ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে। পরশু ১৯.৩২ সেকেন্ড সময় নিয়ে জিতলেন ২০০ মিটারের সোনা। ৪x১০০ মিটার দলগত রিলেতে সোনা জয়টাই এখন কেবল বাকি রয়েছে বোল্টের।
পরশু ২০০ মিটারের সোনা জয়ের পর সংবাদ সম্মেলনে বোল্টের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ৪x১০০ মিটার রিলেতে সোনা জয় কি না। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি বোল্ট, ‘প্লিজ, ৪x১০০ মিটার নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না।’
১০০ মিটারে বিশ্বরেকর্ড নেই। ২০০ মিটারেও বিশ্বরেকর্ড নেই। তাহলে কি বিশ্বরেকর্ডটা রিলেতে হচ্ছে? এ প্রশ্নে বোল্ট বলেন, ‘হতেই পারে। আমি গত বছর (বিশ্বচ্যাম্পিয়নশিপের সময়) এত দ্রুতগতির ছিলাম না। ওরা দুজনও (ইয়োহান ব্লেক ও ওয়ারেন উইয়্যার ) এই মৌসুমে আগের চেয়ে অনেক দ্রুত দৌড়াচ্ছে। বিশ্বরেকর্ড হয়েও যেতে পারে। তাহলে তো শেষটাও ভালো হয়।’ এখন দেখার অপেক্ষা, সত্যি শেষটা কেমন হয় কিংবদন্তি উসাইন বোল্টের।