ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল ডেকান চার্জার্সের মালিকানা বদল হতে যাচ্ছে। হায়দরাবাদ ভিত্তিক দলটির নিলামে অংশ নিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে ডেকান ক্রনিকল হোল্ডিংস। ১৩ সেপ্টেম্বর নিলামের পর সেদিনই নতুন মালিকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞাপনে।

আইপিএলের প্রথম আসরের আগে ১০ কোটি ৭০ লাখ ডলারে ডেকান চার্জার্সের মালিকানা কিনে নেয় ডেকান ক্রনিকল হোল্ডিংস।

আগামী বছরের এপ্রিল-মেতে বসবে আইপিএলের ষষ্ঠ আসর। এই সময়ের মধ্যে নতুন টাইটেল স্পন্সরও খুঁজে নিতে হবে আইপিএল কমিটিকে। প্রথম পাঁচ বছর আইপিএলের প্রধান স্পন্সর ছিল ডিএলএফ।