টানা দুই ম্যাচে ড্র করার কারণে ভীষণ তোপের মুখে ছিলেন পেপ গার্ডিওলা। লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগের এই দুই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ার কারণে আলোচনাটা তীব্র হচ্ছিল, এবার বার্সা নয় দাপট দেখাবে রিয়াল মাদ্রিদই। মেসিকে নিয়েও কথা হয়েছে কমবেশি। লা লীগায় নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ভ্যালেন্সিয়া সোলদাদা ও রিয়ালের পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাকে নিয়ে এত আলোচনা, সেই মেসির হ্যাটট্রিক কোথায়। এমন প্রশ্ন মিলিয়ে যাওয়ার আগেই জ্বলে উঠেছে বার্সিলোনা, সেই সঙ্গে মেসিজাদুও। দুইয়ের সমন্বয়ে লা লীগায় চেনা ছন্দে ফিরতে শুরু করেছে কাতালানরা। পরশু লীগের তৃতীয় ম্যাচেই বিস্ফোরক গতিতে দেখা গেল মেসি-ভিয়া-জাভিদের। যাদের মুহুমর্হু আক্রমণে থেতলে গেছে প্রতিপৰের রৰণভাগ। মেসি পেয়েছেন লীগের প্রথম হ্যাটট্রিকের দেখা। আবার দুটি গোলের কারিগরও তিনি। সেই সঙ্গে নু্য ক্যাম্পে ওসাসুনার বিরম্নদ্ধে ৮-০ ব্যবধানে গোলউৎসবও করেছে গার্ডিওলা বাহিনী। ভিয়া করেছেন জোড়া গোল। জাভি ও ফ্যাব্রিগাসের পায়ে এসেছে একটি করে। বাকি একটি গোল প্রতিপৰের উপহার (আত্মঘাতী)। বার্সিলোনার এমন গোলবন্যার রাতে জয় পেয়েছে ভ্যালেন্সিয়াও। সোলদাদোর একমাত্র গোলে তারা পরাজিত করেছে স্পোর্টিং গিজনকে। টানা তিন ম্যাচে জয়ের কারণে পয়েন্ট তালিকায় (৯ পয়েন্ট) শীর্ষেও উঠে এসেছে ভ্যালেন্সিয়া। পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদকে। দুই জয় এক ড্রয়ে বার্সা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ৭। পরশু রাতে রিয়াল সোসিদাদকে ১-০ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ রয়েছে চতুর্থ স্থানে। গত রাতে রিয়াল জিতে থাকলে ভ্যালেন্সিয়াকে সরিয়ে তারাই উঠে গেছে পয়েন্ট তালিকায় শীর্ষে। পরশু রাতে এছাড়া জয় পেয়েছে গ্রানাডা ও মালাগা।