অনেকেরই হয়তো মনে হতে পারে, ২০১৪ সালের বিশ্বকাপ শুরুর তো ঢের দেরি আছে। এখনই কিসের দিন গণনা! কিন্তু ক্রীড়াজগতের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার আয়োজক ব্রাজিল তাদের আয়োজনের দিন গণনা এখনই শুরু করে দিয়েছে। কারণ, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল শুরু হতে যে আর মোটে এক হাজার দিন বাকি! নানা প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে সফলভাবে এ আয়োজনের জন্য এখন সত্যিই দিন গুনে কাজ করতে হবে পেলের ব্রাজিলকে। গতকাল বেলো হোরিজন্তে স্টেডিয়ামে ফুটবল কিংবদন্তী পেলের উপস্থিতিতে এ দিন গণনার আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি দিলমা রোউসেফ। ২০১৪ সালের ১২ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২০তম এ আসর। এর আগে ১২টি স্টেডিয়াম সংস্কার বা নতুনভাবে গড়ে তুলতে হবে ব্রাজিলকে। এছাড়া জনপ্রিয় এ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো যেমন- বিমানবন্দর ও সড়ক যোগাযোগব্যবস্থার বিপুল উন্নয়ন ঘটাতে হবে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের এ দেশকে।
ইতোমধ্যে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীনও হতে হয়েছে ব্রাজিল সরকারকে। অনেক স্টেডিয়ামের সংস্কার-ব্যয় পরিকল্পনার চেয়ে বেড়ে গেছে। কোথাও কোথাও স্টেডিয়ামের নির্মাণ শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর মধ্যে বিশ্বকাপ ফাইনালের ভেন্যু রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামও আছে। সহজেই অনুমান করা যায়, সারাবিশ্বের বিপুল পরিমাণ ফুটবলপ্রেমীকে আনন্দে ভাসানোর মঞ্চ প্রস্তুত করার কাজটা মোটেও সহজ নয় ব্রাজিলের জন্য। তবে যথাসময়েই সবকিছু প্রস্তুত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রোউসেফ। ১৯৫০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে লাতিন আমেরিকার এ দেশে।