মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক সালমা খাতুনের নেতৃত্বে আগামী ২২ অক্টোবর চীনের গুয়াংজু যাবে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে চীন, নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। ২৪ অক্টোবর স্বাগতিক চীনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সালমা খাতুনের দল। ২৬ অক্টোবর নেপাল এবং ২৮ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে। অপর গ্রুপে শক্তিশালী ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। দুই সেমিফাইনাল বিজয়ী দল খেলবে ফাইনাল। বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), শারমিন আক্তার, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা মন্ডল, নুঝাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সানজিদা ইসলাম, লিলি রাণী, তাজিয়া আক্তার, পান্না ঘোষ ও শামিমা সুলতানা।