দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো সিরিজ ঘরে তুলবে স্বাগতিকরা।

এর আগে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে অতিথি দলকে ২ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

গত নভেম্বরে ওয়ানডে মর্যাদা পাওয়ার দেশের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ। দেশের মাটিতে এখন পর্যন্ত অপরাজিত সালমা খাতুনের দল।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। দক্ষিণ আফ্রিকা দলে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন আয়াবোনজা খাকা, ইয়ালোন্ডি ভ্যান ডার ও ডেনিসা দেবনারায়ণ। দলে এসেছেন মনিকা লেটসোয়ালো, সুসান বেনাডি ও ড্যান ভ্যান নিকার্ক।