মাদারীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চরাঞ্চলের পানিবন্দি মানুষের ভোগান্তি বাড়লেও সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে জেলার ২ উপজেলার নদী ভাঙন পরিস্থিতি।

পদ্মা নদীর পানি সামান্য কমলেও আড়িয়াল খাঁ নদের পানি স্থিতিশীল রয়েছে।  গত ২৪ ঘন্টায় একটি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য ঘর-বাড়ি ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

বিআইডব্লিউটিএ এবং  পানি উন্নয়ন বোর্ডসহ একাধিক স‍ূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে পানি ২ সে.মি. কমে  কাওরাকান্দি পয়েন্টে বিপদ সীমার ৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে সংলগ্ন শিবচর উপজেলার চরাঞ্চলের অন্তত ২০ হাজার পানিবন্দি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।  

এদিকে আড়িয়াল খাঁ নদেও গত ২৪ ঘন্টায় পানি স্থিতিশীল রয়েছে। এতে জেলার ২ উপজেলায় ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে।গত ২৪ ঘন্টায় শিবচরের শিরুয়াইলের একটি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গন কবলে পড়েছে ও জেলার ২ উপজেলার শিবচরের ৪টি ইউনিয়ন ও রাজৈরের ২টি ইউনিয়নে অন্তত ২০টি ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।

এ নিয়ে গত কয়েকদিনে দুই উপজেলার ঘর-বাড়ি বিলীনের সংখ্যা দাঁড়ালো প্রায় ১৭০টিতে। ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থরা রাস্তা-ঘাটে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, নদী ভাঙ্গন ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় শিরুয়াইলের একটি প্রাথমিক বিদ্যালয় উন্মুক্ত নিলামের সিদ্ধান্ত নেয়া হয়েছে।