চট্টগ্রামের জিপিও মোড়ে দেশের অভিজাত চেইন শপ ‘স্বপ্নে’র আউটলেটে থরে থরে সাজিয়ে রাখা আম, লইট্যা মাছ ও টমেটোতে ক্ষতিকর ফরমালিন পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় চেইন শপটিকে বিশুদ্ধ খাদ্য আইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও সিটি করপোরেশন পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবদিন। এসময় অন্যদের মধ্যে বিএসটিআইর সহকারি পরিচালক কে এম হানিফসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীর কোতোয়ালি থানাধীন জিপিও মোড় শাখায় সুপার শপ ‘স্বপ্ন’তে বিক্রির জন্য রাখা টমেটো, আম, লইট্যা মাছসহ অন্যান্য পণ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি সনাক্ত করতে পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইর পরীক্ষক খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘এখানকার বিভিন্ন দ্রব্যে রাসায়নিক পদার্থ আছে কিনা, দেখতে পরীক্ষা করা হয়। এসময় আমসহ লইট্যা মাছ ও টমেটোতে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত করা গেছে।’
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবদিন জানান, ‘বিক্রির জন্য রাখা মাছসহ বিভিন্ন সবজিতে পরীক্ষা করে লইট্যা মাছ এবং টমেটোতে ফরমালিন পাওয়া গেছে। এ ঘটনায় জিপিও মোড় শাখার ব্যবস্থাপককে বিশুদ্ধ খাদ্য আইন-২০০৫ এর ৬/১ ধারা অনুসারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় টোস্ট বিস্কুট এবং লেভেল ছাড়া সয়াবিন তেল বিক্রির অভিযোগ রয়েছে।’