আগামী ১৪ রমজান থেকে শুরু হচ্ছে বাসের ঈদের অগ্রিম টিকিট বিক্রি। বিশেষ ট্রেন সার্ভিস শুরু হবে ঈদের এক সপ্তাহ আগে। ঈদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে ২৫ আগস্ট থেকে।  ১০ রোজার মধ্যেই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ সিডিউল।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ১৪ রমজান থেকে গাবতলী, কল্যাণপুর, আরামবাগ থেকে উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে। গাবতলী ও কল্যাণপুর থেকে বরিশাল, ফরিদপুর, খুলনা, রাজশাহী, বগুড়া এবং রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার বাসের টিকিট পাওয়া যাবে। আরামবাগ এবং সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, সিলেট এবং নোয়াখালী অঞ্চলের বিভিন্ন বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। মহাখালী থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল অঞ্চলের কয়েকটি জেলায় বাস ছেড়ে যায়। উত্তরাঞ্চলের বগুড়া, জয়পুরহাট এবং রংপুর জেলায় যাতায়াতকারী কয়েকটি বাস সার্ভিসে ১৪ রমজান থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদে উপলক্ষে  লঞ্চেরঅগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ১৫ আগস্ট থেকে।  সরকারিভাবে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হবে ১৫ রোজার পর থেকে, চলবে ঈদের পরের চার দিন পর্যন্ত। বেসরকারিভাবে বিশেষ সার্ভিস শুরু হবে ২৫ আগস্ট থেকে, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

ঈদে উপলক্ষে  ১৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে সূত্র জানায়।   ঈদের এক সপ্তাহ আগে থেকেই বিশেষভাবে অতিরিক্ত ট্রেন চলবে। এ জন্য সিডিউল তৈরি করা হচ্ছে। ১০ রোজার মধ্যেই এ সিডিউল চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন অ জানিয়েছেন, এ বছর নিরাপদে ও নিশ্চিতে ঘরে ফেরা নিশ্চিত করতে সাধ্যের মধ্যে অন্যান্য বছরের তুলনায় বেশি প্রস্তুতি নেওয়া হচ্ছে। অধিকাংশ মানুষ মন্ত্রীর এ আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। যানজটমুক্ত ও নিরাপদ ঘরে ফেরা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।