পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। দুর্গতিনাশিনী দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্গ শিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন। আজ বিজয়া দশমী। পেছনে ফেলে যাবেন ভক্তদের শ্রদ্ধা আর বেদনাশ্রু।
দেবী দুর্গাকে বেদনাবিধূর বিদায়লগ্নে তেল, সিঁদুর ও পান দিয়ে মিষ্টিমুখ করানো। এরপর শোভাযাত্রা। সবশেষ প্রতিমা বিসর্জন। রাজধানীর প্রায় সব ক’টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হবে বুড়িগঙ্গা নদীতে। রাজধানীর বিভিন্ন প্রতিমা প্রথমে এনে জড়ো করা হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে।
এরপর বিকাল ৩টায় পলাশী মোড় থেকে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে বিশেষ শোভাযাত্রা ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।