আজকে চাঁদ দেখা গেলে কাল থেকে পবিত্র রমজান শুরু। রমজান মাসের চাঁদ দেখা উপলক্ষে আজ ২০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭-২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বর টেলিফোন বা এই ০২-৯৫৬৩৩৯৭ ফ্যাক্স নম্বরে জানাতে বলা হয়েছে।