এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রধান মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। অব্যাহত ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মীদের আন্দোলনের মুখে গ্রামীণফোন এই সিদ্ধান্ত নেয়। প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে কর্মীদের কার্যালয়ে নয়, যার যার বাড়িতে থেকে অফিস করতে বলা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি চিফ ফাইন্যান্স অফিসার ফ্রিটজফ রাফটেন ই-মেইল অ্যাড্রেস থেকে সকল কর্মীর কাছে পাঠানো একটি মেইলের মাধ্যমে কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
এদিকে সকাল থেকেই গ্রামীণ ফোনের অপারেশন হেড সোহেল আহমেদ কর্মীদের ডেকে ডেকে বলে দিচ্ছিলেন আজ অফিস ছুটি রাখার কথা। আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে সে জন্যই এ উদ্যোগ বলে জানান আন্দোলনকারী কর্মীরা। উল্লেখ্য ব্যয় সংকোচনের কথা বলে গ্রামীণফোনে বৃহৎ ছাঁটাই প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে গ্রামীণফোনে অনেক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। বড় টার্গেট পরিণত হয়েছেন প্রতিষ্ঠানের নারীকর্মীরা। বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা কিংবা শারীরিকভাবে কিছুটা অসুস্থ।