সোমবার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন, ঘটনার প্রকৃত রহস্য (মোটিভ) উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তা না হলে ২৫ নভেম্বর ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

একই সঙ্গে ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় আরেকটি সমাবেশের ঘোষণা দেন তিনি। এতে ট্রেড ইউনিয়ন করার অধিকার, ওয়েজবোর্ড অনুযায়ী বেতনের দাবি, চাকরিচ্যুতি বন্ধ করা এবং যারা এরই মধ্যে চাকরিচ্যুত হয়েছেন তাদের পাওনা আদায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, লিমনের ওপরে যে অনাচার হয়েছে আমরা তারও প্রতিবাদ করেছি। আমরা চাই সারা দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হোক।

তিনি নাম উল্লেখ না করে গোয়েন্দা সংস্থার উদ্দেশে বলেন, আমরা কারো নির্দেশনায় চলি না। আমাদের ভয়ভীতি দিয়ে কোনো কাজ হবে না। কোনো সংস্থার মাধ্যমে টেলিফোন করিয়ে এ আন্দোলন বন্ধ করা যাবে না।