নগরীতে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল।
সোমবার রাতে কোতোয়ালি থানাধীন শাহাজান হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (২৯) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কুটখালী গ্রামের নূরুল আবছারের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, ক্রেতা সেজে মামুনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।