রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল নয়টায়।
সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ তথ্য জানান।
ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), গণপূর্ত অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, মহিলাদের ঈদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়া বিদেশি রাষ্টদূত, কূটনৈতিকদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে।
জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের দিন বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু সদন, প্রতিবন্ধী কেন্দ্র, সেফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।