যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঈদের আগেই দেশের চলাচল অনুপোযোগী সমস্ত সড়ক চলাচলের উপযোগী করা হবে। ৬ মাস হলো মন্ত্রী হয়েছি। রাতারাতি সব কিছু পরিবর্তন ও উন্নয়ন সম্ভব নয়। চেষ্টা করছি দুর্নীতিমুক্ত একটি মন্ত্রণালয় করতে।
রোববার দুপুরে মেহেরপুর-মুজিবনগর সড়ক পরিদর্শনকালে মেহেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নত্তোরে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রীকে পদ্মা সেতু নির্মাণ ও বিশ্ব ব্যাংক প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, অর্থমন্ত্রী পার্লামেন্টে দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করেছেন। সরকারের প্রধান যেখানে বক্তব্য রাখবেন সেখানে এই বিষয়ে আমার কোন কথা বলা সমীচীন হবে না। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এ প্রসঙ্গে যা কিছু বলার তা সরকার প্রধানই বলবেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি মোতাবেক মুজিবনগর-মেহেরপুর রেলপথ নির্মানে ৬’শ ২১ কোটি টাকার একটি বাজেট বরাদ্দ হয়েছে। এখন একনেকে এটি পাশ হলে কাজ শুরু হবে। এসময় মেহেরপুর-মুজিবনগর সড়ক প্রশস্তকরণ কাজে কোন দুর্নীতির অভিযোগ তুললে, মন্ত্রী বলেন, আমি দুর্নীতি বিরোধী মন্ত্রী। দুর্নীতি করে কেউ আমার কাছ থেকে রেহায় পাবেনা। এখানে দুর্নীতি হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।
এসময় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মিয়াজান আলী, পুলিশ সুপার মীর্জা আব্দুল্লা হেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল,গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, সম্পাদক এম এ খালেক, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলামসহ প্রশাসনের কর্মকতাগণ উপস্থিত ছিলেন।