গণমাধ্যমে যেসব মহাসড়ককে `বেহাল` `চরম` `করুণ` বলা হচ্ছে সেসব মহাসড়ক ততটা খারাপ অবস্থায় নেই বলে দাবি করেছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মনে করেন, দেশের কোনো মহাসড়কেরই এখন আর আগের মতো শোচনীয় অবস্থা নেই। তার দাবি, বর্তমানে সব মহাসড়কই যান চলাচলের উপযোগী। দেশের সবক`টি মহাসড়ক বেহাল বলে গণমাধ্যমে যেসব খবর প্রতিবেদন প্রকাশ হচ্ছে সেসব সত্য নয় বলে দাবি করেছেন মন্ত্রী।
বুধবার দুপুরে রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “কোনো জাতীয় মহাসড়ক বা আঞ্চলিক সড়ক এখন আর বেহাল নেই। গণমাধ্যমে যেভাবে মহাসড়কগুলোকে `বেহাল` `চরম` `করুণ` বলা হচ্ছে আসলে ততটা খারাপ অবস্থায় নেই মহাসড়ক। অন্তত সেসব যানচলাচলের উপযোগী রয়েছে।“
ওবায়দুল কাদের বলেন, “গণমাধ্যমে খবর দেখে আমাকে ২জন ফেসবুক চ্যাটে জানিয়েছেন, গণমাধ্যমের খবরের সঙ্গে বাস্তবের মিল নেই। তারা জানিয়েছেন, গণমাধ্যমে যে সড়ককে বেহাল বলা হয়েছে বাস্তবে তা সত্য নয়। তারা নিজেরা এসেছে। পথে কোনো ভোগান্তি হয়নি বলেই তারা জানিয়েছে।“
মন্ত্রী বলেন, “গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় স্বাগত জানাই। সত্য প্রচার করলে আমি তা সাদরে গ্রহণ করবো। অপপ্রচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।“
মন্ত্রী দাবি করেন, ইতোমধ্যে যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ে যেসব কাজ সম্পন্ন হয়েছে তাতে পূর্ণ সন্তুষ্ট হতে না পারলেও জনমনে আস্থা ফিরে এসেছে।
সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ঈদপূর্ব অগ্রিম টিকিট বিক্রয়কালে স্টেশন এলাকায় নিরাপত্তা-শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন্য রেল কর্তৃপক্ষ কাজ করছে। যাত্রী সাধারণকে ছাদে ভ্রমণ করতে দেওয়া হবে না বলে মন্ত্রী জানান।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রেলসচিব মাহাবুবুর রহমান ও রেলের মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের।