আজ বাঙালির বিজয়ের দিন । আজ বাঙালির মুক্তির দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর একলক্ষ পাক হানাদার বাহিনীর ঢাকায় আত্মসমর্পন মাধ্যমে বাঙালি অর্জন করে তার বহু আক্ষংকিত স্বাধীনতা।
জাতি গভীর ভাব গাম্ভীর্যে পালন করেছে দিনটি। সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১টি তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। সকালে সাভারে জাতিয় স্মৃতি শৌধে প্রথমে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন। তখন বিউকলে করুন সুর বাজছিল। তারপর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণকারীদের কণ্ঠেধ্বনিত হচ্ছিল এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধনিতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। তারা দ্রুত যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানাতেও ভোলে নি।