চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় রোববার বিকাল থেকে চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চিতোষী রেল স্টেশনের মাস্টার তপন কুমার মিত্র সাংবাদিকদের জানান, রোববার লাকসাম থেকে চাঁদপুরগামী একটি তেলবাহী ট্রেনের চারটি ট্যাংকার চিতোষী এলাকায় লাইনচ্যুত হয়। এতে বিকাল সাড়ে ৪টার দিকে এই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
তপন কুমার জানান, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্যাংকার সরিয়ে নিতে কাজ করছে। তবে এই লাইনে কখন আবার ট্রেন চলাচল শুরু হবে তা জানাতে পারেননি স্টেশন মাস্টার।
তিনি বলেন, চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে পাথর না থাকায় এবং দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে।