টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার সালাংকা গ্রামে মসজিদের জমিতে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, সালাংকা গ্রামের কসিম উদ্দিনের ছেলে কোরবান আলী (৬২), আব্দুল আজিজের ছেলে আঃ লতিফ (৩৮), জুলহাস (৩৪), মৃত বাহাজ উদ্দিনের ছেলে চান মাহমুদ (৫০), আব্দুল গণির ছেলে আবুল কাশেম (৪৮), কোরবান আলীর ছেলে নুরুজ্জামান (২৫), নাজিম উদ্দিনের ছেলে বাবুল (৪০), মোকাদ্দেস আলীর ছেলে হারুন অর রশীদ (হারুন) (৫২) ও মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে দুলাল হোসেন (৫০)।
আহতদের মধ্যে কোরবান, লতিফ, জুলহাস ও হারুনের অবস্থা আশংকাজনক।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সকালে কালিহাতী পৌর এলাকার সালাংকা গ্রামে একটি মসজিদের জমিতে কোরবান আলী মাটি কাটতে যান। এসময় একই এলাকার হারুন মাটি কাটতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় কোরবান ও হারুনসহ তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষই মামলা করার জন্য কালিহাতী থানায় রয়েছেন বলে ওসি জানান।