সারা দেশে ট্রেনের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ রেল স্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন ও সমাবেশ হয়। আগামী ১ অক্টোবর থেকে রেলের ভাড়া ৫০ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ককারী নিখিল দাস, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক নেতা সেলিম মাহমুদ ও রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, রেলে সেবার মানের কোনো উন্নয়ন হয়নি। অথচ সরকার ৫০ শতাংশ হারে রেলের ভাড়ার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেলের ভাড়া বাড়ানো হলে নিু আয়ের মানুষ ভোগান্তিতে পড়বে উল্লেখ করে তারা বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা।