ভুঁইফোঁড় কোম্পানির নাম গেট রেমিট্যান্স আউটসোর্সিং লিমিটেড। তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন চিত্রনায়ক আমিন খান। গ্রাহকদের সাড়ে তিন কোটি টাকা নিয়ে চার মাস ধরে কোম্পানি উধাও। প্রতারক কোম্পানিটি বিজ্ঞাপনের মায়াজাল বিছিয়ে উত্তরবঙ্গের দারিদ্র্যপীড়িত মানুষকে ঠকিয়েছে।
‘উত্তরবঙ্গ অবহেলিত। আমরা এই অবহেলিত জনপদের মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যই এসেছি। এখন আপনাদের সুযোগ এসেছে-ক্লিক করলেই টাকা। আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন।’ এমনই ছিল তাদের ফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে উত্তরবঙ্গের ছয় জেলার হাজার হাজার মানুষ এখন সর্বস্বান্ত। চার মাস ধরে প্রতারিত গ্রাহকরা কোম্পানির সিও শরীফ মাহমুদসহ অন্য কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও পাওনা টাকা ফেরত পাচ্ছেন না। বেশিরভাগ কর্মকর্তাই এখন গা-ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়রি ও লালমনিরহাট জেলা সদরে একটি মামলাও করা হয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ছিলেন চিত্রনায়ক আমিন খান। রংপুর ও লালমনিরহাটে কোম্পানির অফিস উদ্বোধনের সময় তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় আমিন খানকে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে আমিন খান কোম্পানির সাফাই গেয়ে বক্তব্যও দেন। এ সময় তিনি কোম্পানিকে নিজের কোম্পানি হিসেবে দাবি করেন। একজন সেলিব্রেটি হিসেবে তার কথায় অনেকেই কোম্পানিতে সদস্য হতে উত্সাহী হন।
এ ব্যাপারে আমিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। তিনি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন বলে উল্লেখ করে বলেন, আমাদের অনেকেই অনুষ্ঠান উদ্বোধন করতে নিয়ে যায়। আমি তেমনই দুটি অনুষ্ঠানে গিয়েছিলাম। শরীফ মাহমুদ যে টাকা নিয়ে পালিয়েছে আমি পরে জানতে পারি।