৬৪ বছরের দুর্বিষহ জীবনে থেকে মুক্তি দিয়েছি দহগ্রামবাসীকে। ভারতের কাছ থেকে ২৪ ঘণ্টা করিডোর আদায় করেছি। বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে আঙ্গরপোতা দহগ্রামবাসী। তিনি আরো বলেন, চিকিৎসা সুবিধা ছিল না তার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স করে দিয়েছি। বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। নদী ভাঙন রোধের পরিকল্পনা নেয়া হয়েছে।দহগ্রাম হাই স্কুলের মাঠে জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনবিঘা করিডোর চব্বিশ ঘণ্টা খোলা রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিতে এখন ওই এলাকায় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বিঘা করিডোর সফরে যাবেন। সেখানে উপস্থিত থাকবেন ভারতের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। দুপুরে তিনি পাটগ্রাম ডিগ্রি কলেজের জনসভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রয়েছেন।