তিনি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেও তার আরও একটা পরিচয় আছে। বাংলাদেশের নড়াইল জেলার সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের জামাই তিনি।

এদিন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ঢাকায় আসার ব্যক্তিগত আমন্ত্রণপত্রটি  রাষ্ট্রপতিভবনে গিয়ে প্রণব মুখার্জির হাতে তুলে দিলেন ভারতে নিযুক্ত হাইকমিশনার তারেক এ করিম।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির দেশের সর্বোচ্চ নাগরিকের আমন্ত্রণটি সঙ্গে সঙ্গে খুশি মনে গ্রহণ করেছেন তিনি। এরপর কূটনৈতিক পর্যায়ে সফরের দিন ঠিক করা হবে। সম্ভবত ২০১৩ সালের প্রথম দিকে তিনি বাংলাদেশ সফরে যাবেন।

ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর প্রণব মুখার্জির সম্ভবত এটাই হতে চলেছে প্রথম বিদেশ সফর।

এদিন, দূত তারেক এ করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আল আবদুল মুহিতের শুভেচ্ছাবার্তাও তুলে দেন ভারতের রাষ্ট্রপতির হাতে।

একইদিন প্রণব মুখার্জির কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন যশোর জেলার বেজপাড়া বুনোপাড়ার বিশিষ্ট্ ব্যবসায়ী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামানের স্ত্রী তার ছোট শ্যালিকা উমা ঘোষ ওরফে উর্মি জামান। নড়াইলবাসীর পক্ষ থেকে এদিন জামাইবাবুকে শুভেচ্ছাসহ নড়াইলের মিষ্টিও পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পত্নী শুভ্রা (ঘোষ) মুখার্জির জন্ম নড়াইল জেলার সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। অমরেন্দ্র ঘোষের কন্যা শুভ্রা ঘোষের জীবনের একটি অংশ কেটেছে এ গ্রামে।  

শুভ্রা ঘোষের ৪ ভাই ও ৪ বোনের মধ্যে একমাত্র ভাই কানাই লাল ঘোষ ভদ্রবিলা গ্রামে বাস করছেন।