সোমবার রাত ১১টায়  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায়  শিউলী আক্তার নামে এক রোগি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ক্লিনিকের সামনে বিক্ষোভ শেষে  ভাঙচুরের চেষ্টা করে। শিউলী আক্তার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদের বোন।

শিউলীর পরিবার জানায়, সোমবার বিকেলে শিউলী আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলার সদরে খাজা জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে শিউলীর গায়ে ডাক্তার আতাউর রহমান টিপু একটি ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটতে থাকে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় রাতে বিক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ক্লিনিকে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তখন থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছে।

আড়াইহাজার থানারা এসআই আশরাফুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের পরিবার ভুল চিকিৎসার অভিযোগ মৌখিক ভাবে অভিযোগে করলেও লিখিত কোনো অভিযোগ দেননি। লিখিত ভাবে ‍ পেলে ব্যবস্থা নেওয়া হবে।