প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরমাণু শক্তি কমিশনের ৬টি প্রকল্প উদ্বোধন করতে বৃহস্পতিবার সাভারের আশুলিয়া পৌঁছেছেন । এ উপলক্ষে সাভার ও আশুলিয়ার জনপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তার কাজে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চলছে।
এদিকে, এক সপ্তাহ পূর্ব থেকেই আনবিক শক্তি কমিশনের ভেতর সাধারণ জনগণের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আশুলিয়া যাওয়া উপলক্ষে গোটা সাভারে উৎসবের আমেজ বিরাজ করছে।
ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক এবং আনবিক শক্তি কমিশনে ব্যানার, ফেষ্টুন, তোড়ন নির্মানসহ নানা বর্নিল সাজে সাজানো হয়েছে । আর স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মহাসড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সাজানো হয়েছে।
এছাড়া মহাসড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার, ডিভাইডার ও বিভিন্ন আইল্যান্ডে রং করে সৌন্দর্য বর্ধনের কাজও শেষ হয়েছে।