ফেনীতে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টাবন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হয়েছে। ফেনী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহি ট্রেন ৮০১ আপ বুধবার সকাল ৬ টার দিকে ফেনীর ফাজিলপুর ও মুহুরীগঞ্জের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পর একটিবগির চারটি চাকা লাইনের বাইরে চলে যায়। এতে প্রায় আধা কিলোমিটার লাইনের ক্ষতি হয় এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জাহাঙ্গীর আলম জানান। খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামত করে। এরপর বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে তিন ঘণ্টা লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেস এবং সিলেটগামী আন্তনগর পাহাড়িকার যাত্রা ২০ মিনিট থেকে দেড়ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয় বলে রেল কর্মকর্তারা জানান।