বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন এটি আহমেদুল হক। তিনি পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। ২০০৯ সালের ২৩ জুন তিনি পিএসসিতে যোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে নিয়োগ চূড়ান্ত করে সার-সংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে। পাঁচ বছরের জন্য তিনি এ নিয়োগ পাবেন।
এ বিষয়ে এটি আহমেদুল হককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে আদেশের কপি এখনো পাইনি। পিএসসি চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের মেয়াদ শেষ হচ্ছে আজ। ২০০৭ সালের ৮ মে তিনি নিয়োগ পান। সাংবিধানিক এ পদটিতে সংবিধানের ১৩৭ থেকে ১৪১ অনুচ্ছেদ অনুযায়ি রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। তিনি তার পাঁচ বছরের দায়িত্ব শেষ করতে যাচ্ছেন। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বুধবার সকালে বলেন, নিয়ম অনুযায়ী আজই চেয়ারম্যানের মেয়াদ শেষ হচ্ছে। আজই তার শেষ কর্মদিবস।   
জানা গেছে, ড. সা’দত দায়িত্ব গ্রহণের পর থেকে ২৮, ২৯, ৩০ ও ৩১তম বিসিএস সম্পন্ন করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই ২৭তম বিসিএসের বাতিল করা মৌখিক পরীক্ষা পুনরায় নিয়ে নিয়োগ সম্পন্ন করেন। এছাড়া সর্বশেষ ৩২তম বিশেষ বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।