প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলন-২০১১ এ যোগদানের উদ্দেশ্যে কাল পাঁচদিনের সরকারি সফরে বার্লিন যাচ্ছেন। জার্মানি সফরকালে শেখ হাসিনা ২৩ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভোর ৬টা ১৫ মিনিটে যাত্রা করবেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বার্লিনের পথে দুবাইতে  দেড় ঘণ্টা যাত্রাবিরতি করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখানে তাঁকে ফেডারেল সামরিক সম্মাননা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বার্লিনে বাংলাদেশ হাউসে বাংলা পাঠশালায় আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।