খুব ভোরে ঘুম থেকে উঠেই পড়ার টেবিলে। গভীর মনোযোগে দিনভর অধ্যয়ন। বিকেলে স্কুলে গিয়ে জেনে আসল পরীক্ষার আসন বিন্যাস। গুছিয়ে নিল প্রবেশপত্র, কলম, পেন্সিলসহ যা কিছু দরকার সব। পরীক্ষা কেন্দ্রে যাবে কাল। রাতে বসে শেষবারের মত চোখ রাখল বইয়ের পাতায়।‘বড় আপুকে দেখেছি এসএসসি পরীক্ষা দিতে। সেসময় তাকে নিয়ে বাসার সবার কতো মাতামাতি। ওর মতো এবার আমিও পরীক্ষা দিচ্ছি। স্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে। সবাই আমার যত্ন নিচ্ছে। অনেক মজা পাচ্ছি।’ বইয়ের পাতা থেকে চোখ তুলে কথাগুলো বললো প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী ঐশি।সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে বুধবার। ছোট্ট তুলতুলে ঐশির কাছে এটি এসএসসি পরীক্ষার মতোই।

শিক্ষক, অভিভাবক, স্কুল  ও পাড়াপড়শির বাড়তি উৎসাহের আমেজ তার ভেতর এমন ভাবনার সৃষ্টি করেছে।  ঐশির মতো অধিকাংশ কোমল-কচি শিশুদের মনে পরীক্ষাভীতি নেই। হাসিমুখেই তারা প্রস্তুত পরীক্ষার জন্য। পরীক্ষার ফলাফল যে পদ্ধতিতেই হোক তা নিয়ে তাদের খুব একটা মাথাব্যাথা নেই। এখন কেবল একটাই চিন্তা। পরীক্ষার খাতায় ভাল লিখতে হবে।  প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যায়ের প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদরাসা শিক্ষার ইবতেদায়ি সমাপনী এই পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায়। দেশের ছয় হাজার ১৭৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এছাড়া দেশের বাইরেও ৮টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা শেষ হবে ৩০ নভেম্বর। পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ১৫ মিনিট সময় বরাদ্দ থাকবে। তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় এ পরীক্ষায় গতানুগতিক ফল প্রকাশের পরিবর্তে এবার নতুন করে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবছরের পরীক্ষায় মোট ২৬ লাখ ৩৭ হাজার ২৬৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিচ্ছে ২৩ লাখ ১৬ হাজার ৬৮৫ জন ছাত্রছাত্রী এবং ইবতেদায়ী পরীক্ষায় রয়েছে ৩ লাখ ২০ হাজার ৯৯১ শিক্ষার্থী।জানা যায়, ২৩ নভেম্বর গণিত, ২৪ নভেম্বর বাংলা, ২৭ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ইবতেদায়ী পরিবেশ পরিচিতি-সমাজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

২৯ নভেম্বর প্রাথমিক শিক্ষার পরিবেশ পরিচিতি সমাজ ও ইবতেদায়ীর আরবি পরীক্ষা  এবং শেষ দিন প্রাথমিকের ধর্ম ও ইবতেদায়ির কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকাহ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন নিজ দপ্তরে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, পরীক্ষার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠু-সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব উদ্যোগ নেওয়া হয়েছে।