বান্দরবানের বোমাং সার্কেলের চিফ রাজা অংশৈ প্রু চৌধুরী মারা গেছেন।

৯৮ বছর বয়সে বুধবার সকাল সোয়া ৯টায় রাজবাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন।

অংশৈ প্রু চৌধুরী বোমাং সার্কেলের ১৫তম রাজা ছিলেন।
 
তিনি রাণী (স্ত্রী), ৬ ছেলে এবং ২ মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে বোমাং রাজপরিবারসহ বান্দরবানে শোকের ছায়া নেমে এসেছে।

রাজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজার জামাতা মংশৈ হ্লা চৌধুরী জানান, বুধবার সকাল সোয়া ৯টায় রাজা পরলোকগমন করেছেন।

তবে, তার শেষকৃত্যানুষ্ঠান কখন হবে এবং কোথায় রাজাকে সমাহিত করা হবে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।  

রাজপরিবার সূত্রে জানা যায়, ১৯১৪ সালের ১ আগস্ট বোমাং সার্কেলের ১৫তম রাজা অং শৈ প্রু চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৯৮ সালে ১৫তম বোমাং রাজা হিসেবে অভিষিক্ত হন তিনি। সিংহাসনে অভিষিক্ত হয়ে শত শত বছরের ঐতিহ্যের অংশ হিসেবে বোমাং সার্কেলের বাৎসরিক খাজনা আদায় অনুষ্ঠান ও রাজপূন্যাহ মেলা (পইংজ্রা) আবার চালু করেন।

বোমাং সার্কেলের ১০৯টি মৌজার হেডম্যান, সহস্রাধিক কারবারি এবং রোয়াজারা বোমাং রাজার পক্ষে কাজ করেন।

বোমাং রাজা এবং হেডম্যান কারবারিরা সার্কেলের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পাহাড়িদের সামাজিক আচার-অনুষ্ঠান রক্ষায় ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি ব্রিটিশ আমলে উচ্চ শিক্ষা গ্রহণসহ তৎকালীন সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।  

বোমাং রাজাদের ইতিহাস: ১৭২৭ সালে মায়ানমারের আরকান রাজ্যের ৫ম রাজা কংহ্লা প্রু যুদ্ধে পরাজিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে বান্দরবান বোমাং সার্কেলের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি ১৭২৭-১৮১১ সাল পর্যন্ত বোমাং রাজা হিসেবে দায়িত্বে পালন করেন।

এরপর বংশ পরস্পরায় ১৮১১-১৮৪০ সাল পর্যন্ত সাকথাই প্রু বোমাংগ্রী, ১৮৪০-১৮৬৬ পর্যন্ত কংহ্লা ঞো বোমাংগ্রী, ১৮৬৬-১৮৭৫ পর্যন্ত মংপ্রু বোমাংগ্রী, ১৮৭৫-১৯০১ পর্যন্ত সাকহ্ন ঞো বোমাংগ্রী, ১৯০১-১৯১৬ পর্যন্ত চহ্লা প্রু বোমাংগ্রী, ১৯১৬-১৯২৩ পর্যন্ত মংসা ঞো বোমাংগ্রী, ১৯২৩-১৯৩৩ পর্যন্ত ক্যজাই প্রু বোমাংগ্রী, ১৯৩৩-১৯৫৯ পর্যন্ত ক্যজা সাইন বোমাংগ্রী, ১৯৫৯-১৯৯৬ সাল পর্যন্ত মংশোয়ে প্রু বোমাংগ্রী বোমাং রাজা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে ১৪তম বোমাং রাজা মং শোয়ে প্রু মারা গেলে  রাজ পরিবারের ২ সদস্যের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।

৯তম রাজা ক্যজা সাইনের ছেলে ক্যসাইন প্রু (কেএসপ্রু) এবং রাজা অশৈ প্রু চৌধুরীর সঙ্গে রাজার পদ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়।  

বোমাং সার্কেলের বিধি মোতাবেক বয়োজ্যেষ্ঠতার কারণে অংশৈ প্রু চৌধুরীকে বোমাং রাজা হিসেবে স্বীকৃতি দিয়ে ১৯৯৮ সালে হাইকোর্ট রায় প্রদান করেন।

এরপর বোমাং সার্কেলের ১৫তম রাজা হিসেবে অংশৈ প্রু চৌধুরী শপথ নেন।