বাংলাদেশের বিদ্যুৎ খাতে বৃহত্তম বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করল চীনা প্রখ্যাত কোম্পানি। এর ফলে বিদ্যুৎ খাতের প্রকল্পগুলো বাস্তবায়নে অনিশ্চয়তা দূর হয়েছে। গত বুধবার বাংলাদেশের ৩টি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তিস্বাক্ষর করে চীনের বৃহত্তম ডিজেল মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেডজিপিটি গ্রুপ।

এই চুক্তির ফলে জেডজিপিটি গ্রুপ বাংলাদেশে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। মায়িশা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড এবং ঢাকা নর্থ পাওয়ার ইউটিলিটি কোম্পানি লিমিটেডের ৩২৪ আইপিপি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে।

বিদ্যুৎ খাতে এ যাবৎকালের এটাই সবচেয়ে বৃহত্তম বিদেশি বিনিয়োগ। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের হাংজু প্রদেশের সিটি মেয়র ঝি জিয়াং, জেডজিপিটি গ্রুপের চেয়ারম্যান সি কিং ঝি, বাংলাদেশের মায়িশা গ্রুপের চেয়ারম্যান মো. আসলামুল হক এমপি।