চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নকরণের কাজ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার নগরের চন্দ্রনগর, বাটালি পাহাড় ও মতিঝর্ণা এলাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মতিঝর্ণা এলাকায় অবৈধ পাহাড় দখলদারেরা জোটবদ্ধ হয়ে সংযোগ বিচ্ছিন্নকরণের প্রতিবাদে মিছিল করেছেন বলে জানা গেছে। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সংযোগ বিচ্ছিন্নকরণের কাজ চলছে। গত বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বায়েজিদ থানাধীন বাংলাবাজার ও চন্দ্রনগর এলাকায় ১৯টি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে পিডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিদ্যুৎ-সংযোগগুলো অবৈধভাবে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, প্রথম দিন বুধবার ২৬টি এবং বৃহস্পতিবার ১৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববারও একই ধরনের অভিযান চালানো হবে।