সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হেসেনের নেতৃত্বে আপিল বিভাগ মঙ্গলবার এই রায় দিল। তবে ওই প্রকল্পের প্লটক্রেতাদের স্বার্থ রক্ষার যে নির্দেশনা হাইকোর্ট দিয়েছিল, আপিল বিভাগ তা বাতিল করে দিয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার করা একটি রিট আবেদনে ২০০৫ সালের ২৭ জুলাই হাই কোর্ট সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে। তবে সেখানকার প্লটক্রেতাদের স্বার্থ যাতে রক্ষা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত।
মধুমতি মডেল টাউন প্রকল্পের মূল প্রতিষ্ঠান মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড, বেলা ও প্লটক্রেতারা হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে তিনটি আপিলের আবেদন করে। ২০০৯ সালের ২৯ মার্চ আপিল বিভাগ ওই আবেদন শুনানির জন্য গ্রহণ করে।
এর মধ্যে মেট্রো মেকার্স তাদের আমিনবাজার প্রকল্প চালিয়ে যাওয়ার যে আবেদন করেছিল, তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্লটক্রেতাদের স্বার্থসংরক্ষণের আবেদনও খারিজ হয়ে গেছে। আর এ বিষয়টিই বেলার পক্ষে গেছে।