ময়মনসিংহের ত্রিশালে গতকাল শুক্রবার রাতে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে চার জন মারা গেছেন। এ ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন।

এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন,  রাত ২টার দিকে কানহর ও নামা ত্রিশাল এলাকা থেকে ট্রান্সফরমার নিয়ে ট্রাকে করে বালিপাড়া রুট হয়ে কিছু লোক পালানোর চেষ্টা করছিল। সন্দেহ হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশ তাদের ধরতে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

স্থানীয়রা ট্রাকসহ ১০ জনকে আটক করে ও পরে উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যান। এ ঘটনায় ৬ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।