রোববার বিকেল ৫টায় নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  সাবেক রেলমন্ত্রী ও বর্তমানে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,  “রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনা মিডিয়ার ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ সাজানো। আমি যদি দোষী প্রমাণিত হই, তা হলে যে শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব।”

এ সময় তিনি হুমকির সুরে বলেন, “আর যদি নির্দোষ প্রমাণিত হই, তা হলে যে সব মিডিয়া বাড়াবাড়ি করছে, তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”

তিনি আরও বলেন, “কোথাকার কোন আজম খানকে ৬ মাস পর মিডিয়ার সামনে এনে তোতা পাখির মতো কথা বলানো হচ্ছে। ১০ তারিখে ঢাকায় প্রেস কনফারেন্সের মাধ্যমে তার জবাব দেব।সুখে দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।”

সৈয়দ মনফর আলীর পরিচালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জর রায়, সৈয়দ ইয়াউর রহমান প্রমুখ।