নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদকে সামনে রেখে যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ২৯ জুলাই ঈদ ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় লঞ্চে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নিশ্চিত করতে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘নৌপথে যাত্রী হয়রানি বন্ধ, অপরিকল্পিত নদী খনন রোধ, শ্রমিকদের নিরাপত্তা বিধান ও অবৈধভাবে রাতে বালু বোঝাই জাহাজ চলাচল বন্ধ ও সুষ্ঠু নৌপরিবহন ব্যবস্থাপনাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, নৌ সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
শাজাহান খান বলেন, ঈদের আগেই নানা অপরাধমূলক কর্মকা- বেড়ে যায়। যাত্রীদের নিরাপত্তা বিধানে এসবের বিরুদ্ধে আমরা এবার কঠোর অবস্থানে যাব। তিনি বলেন, গত বছরের মতো এ বছরো ঈদে সদরঘাট এলাকায় লঞ্চ মালিক সমিতির উদ্যোগে ‘কমিউনিটি পুলিশ’ এর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, নৌপথে সীমানা নির্ধারণ না থাকায় ডাকাতি ও নৌডুবির ঘটনায় মামলা ও অন্যান্য আইনি প্রক্রিয়ায় নানা সমস্যা হচ্ছে। এসব সমস্যা নিরসনে নৌসীমানা নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। নৌপথে নিরাপত্তায় নৌপুলিশ গঠন এবং কোস্ট গার্ড বাহিনীকে শক্তিশালী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, নৌপথে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, এসংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে যে জাতীয় কমিটি আছে শিগগিরই তাদের সভা ডাকার জন্য বলা হয়েছে।
শাজাহান খান আরো বলেন, নৌপথে রাতে যেন মালবাহী যান চলাচল না করে, অবৈধ নৌযান চলাচল বন্ধ, ও অবৈধ নৌযান নির্মাণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।