প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিরোধীদলীয় নেত্রী আন্দোলন করছেন। যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় তার জন্যই আন্দোলনে নেমেছেন তিনি। কিন্তু যুদ্ধা-পরাধীদের বিচার হবেই। কারণ এটা নতুন প্রজন্ম ও সময়ের দাবি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশে শান্তি আসবে না।

গতকাল শুক্রবার বিকেলে পার্থে কারাকাট্টা সমাধিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডবিস্নউ এএস ওডারল্যান্ড বিপির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ বৈঠকে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছেন। এদিকে গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে কমনওয়েলথ সরকার প্রধানদের ২ দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করছেন। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে_ ‘স্থিতিশীল বিশ্ব গঠনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও খাদ্য নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথকে নতুন করে জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ ৩ দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন।

অস্ট্রেলীয় উপজাতীয়দের ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য কমনওয়েলথ সরকার প্রধানের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কানাডার প্রধানমন্ত্রী উলিয়াম হার্পার উপস্থিত ছিলেন।