আসন্ন রমজান মাসে সারাদেশে লোডশেডিং এর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ৩০ মিনিট। সোমবার বিকালে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী। উপদেষ্টা জানান, প্রয়োজনে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় কেন্দ্র চালিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নে শিল্প মালিকদের পিক আওয়ারে উৎপাদন সীমিত রাখার আহ্বান জানানো হবে। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর কবীরসহ সংশ্লিষ্ট কোম্পানির প্রধান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, বিতরণ কোম্পানিগুলো রাজধানীর বিদ্যুৎ বিতরণ লাইন মেরামত করেছে। মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কোথাও ট্রান্সফরমার নষ্ট হলে দ্রুততম সময়ে তা সারিয়ে তোলার নির্দেশ দেয়া হয়েছে। পিডিবি সূত্র জানায়, তারা প্রতিটি জোনে পৃথকভাবে বিদ্যুৎ পরিস্থিতি তদারকি করবে। একই স্থানে ইফতার ও সেহেরির সময় দুইবার লোডশেডিং করা হবে না। আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যায় ও গভীর রাতে শিল্প কারখানার আংশিক বন্ধ রাখা হবে। এই সময় শিল্প কারখানা বন্ধ থাকছে কিনা তা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো তদারকি করবে। এছাড়া সপ্তাহের এলাকা ভিত্তিক শিল্প কারখানা বন্ধ রাখার নিয়ম কঠোর ভাবে প্রতিপালন করা হবে। রাত ৮টায় দোকান বন্ধ করার নিয়োম কার্যকর করা হবে। তবে দোকান মালিক সমিতির সঙ্গে এ বিষয়ে বৈঠক করবে বিদ্যুৎ বিভাগ। এর আগে তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), কক্সাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে এসএমএস-এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই সময় আরইবির পক্ষ থেকে বলা হয়, পর্যায়ক্রমে সব পল্লী বিদ্যুৎ সমিতিতে এসএমএসের মাধ্যমে বিল জমা দেয়ার পদ্ধতি চালু করা হবে।