লায়ন্স জেলা ৩১৫ বি৩ আয়োজিত সেবা সপ্তাহের উদ্বোধন হলো ১ অক্টোবর সকাল ৮টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক এই শোভাযাত্রার উদ্বোধন করেন। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চত্বরে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর এডভোকেট হারুনুর রশিদ, প্রাক্তণ আন্তর্জাতিক পরিচালক মোসলেম আলী খান, কাউন্সিল চেয়ারম্যান একে রেজাউল হক, লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, ভাইস জেলা গভর্ণর ওয়াহিদুর রহমান আজাদ, প্রাক্তণ জেলা গভর্ণর মোহাম্মদ আবদুল্লাহ ও মো: নজরুল ইসলাম, সেবা সপ্তাহের চেয়ারম্যান শামসুল আলম খোকন, কোচেয়ারম্যান শাহরিয়ার সালাম প্রমূখ।
উদ্বোধনী বক্ত ৃতায় অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন সেবা ও ভালবাসার মাধ্যমেই মানুষ বেঁচে থাকে, লায়ন্স সদ্যরা সারাবিশ্বে সেই কাজই করে যাচ্ছেন। সমাপনী বক্তৃতায় জেলা গভর্ণর হারুনুর রশিদ সপ্তাহব্যাপী সেবাকার্যক্রমের তথ্য উল্লেখ করে বলেন সেবাই আমাদের ধর্ম, সেবার মাধ্যমেই আমরা মানুষের কাছাকাছি যেতে পারবো। পুরো সপ্তাহজুড়ে ঢাকা সহ সারাদেশে প্রায় ১২০টি সেবাকার্যক্রম অনুষ্ঠিত হবে।