নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী মেহেরে আফরোজ শাওন ও অন্যপ্রকাশের সত্ত্বাধীকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা করা হয়েছে।

নজরুল ইসলাম নামে এক আইনজীবী বুধবার সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম নিজামুল হকের আদালতে মামলাটি করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী সুপারকে বিষযটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, “এতে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে হত্যার অভিযোগ আনা হয়েছে।”