আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম আশাবাদ জানিয়ে বলেছেন ‘‘এ বছরের মধ্যেই পাঁচ থেকে সাতজন যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে আমরা সক্ষম হবো।’’
রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘‘বিএনপি ঈদের পরে যে আন্দোলনের ভয় দেখাচ্ছে তাতে আমরা মোটেও বিচলিত নই। কারণ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’’
তিনি বলেন, ‘‘আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অন্তবর্তী সরকারের অধীনেই হবে।’’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা’র পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি এম.এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেত্রী ফাতেমাতুজ্জামান সাথী, নাসিমা আক্তার লাবু, মোঃ ফরিদ, মোঃ সুজন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু।