রাজধানীর শের-ই-বাংলা নগর থানাধীন শুক্রাবাদে যাত্রীবাহী বাসের ধাক্কায় সদর খাঁ নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বেলা ১২টার সময় শুক্রাবাদ ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

শের-ই-বাংলা নগর  থানার এসআই শাহজাহান জানান, মিরপুর থেকে আজিমপুরগামী যাত্রীবাহী একটি বাস সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএসজি চালক গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দুপুর ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির বড় ভাই শুক্কুর খাঁ তার ভাই’র লাশ হাসপাতালে মর্গে এসে সনাক্ত করেন।

ঘাতক বাসটিকে শের-ই-বাংলা নগর থানা পুলিশ আটক করেছে।

নিহতের পিতার নাম আমির খাঁ। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। সিএনজি চালক সদর খাঁ রাজধানীর মান্ডায় ভাড়া বাসায় থাকতেন।