ঈদুল ফিতর উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কাল বিক্রি করা হবে ১৪ আগস্টের ট্রেনের টিকিট। ৯ আগস্ট পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে।

১৫ আগস্টের টিকিট ৬, ১৬ আগস্টের ৭, ১৭ আগস্টের ৮ ও ১৮ আগস্টের ট্রেনের টিকিট ৯ আগস্ট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট বিক্রি করা হবে।

ঈদের পর ট্রেনের ফিরতি সার্ভিস শুরু হবে ২২ আগস্ট। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১৩ আগস্ট থেকে। ফিরতি ট্রেনের ২৩ আগস্টের টিকিট ১৪, ২৪ আগস্টের ১৫, ২৫ আগস্টের ১৬ ও ২৬ আগস্টের টিকিট ১৭ আগস্ট বিক্রি করা হবে।

এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৭ আগস্ট। বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু হবে ১৫ আগস্ট।