পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জ সদরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক ব্যক্তি।

নিহত মুন্নী খাতুন (৩০) শহরের দিয়ারধানগড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে। অভিযুক্ত মো. কামরুলর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তিনি চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ১০ বছর আগে মুন্নী খাতুনের সঙ্গে কামরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

“বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কামরুল মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ ঘরের মধ্যে ফেলে পালিয়ে যায়।”

বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান এসআই।