সুশীল সমাজের সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এরপরেই প্রতিষ্ঠানটি জ্যেষ্ঠ সংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে। তবে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আপাতত সংলাপে বসছে না ইসি।

১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় এনইসি সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেন।
 
এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মোঃ জাবেদ আলী বলেন, “জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে সংলাপ করা হবে।“

তিনি বলেন, “সবার মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা হবে। বর্তমান সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আইন-কানুন যে অবস্থায় আছে তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কী না তা খতিয়ে দেখা হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরো কী কী সংস্কার প্রয়োজন সে ব্যাপারে সবার সঙ্গে খোলামেলা আলোচনা হবে।”

অপর নির্বাচন কমিশনার বলেন, “সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে সংলাপ করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার চিন্তা কমিশন এখনো করছে না।”