বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বুধবার হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিন জানান, দিবসটি উপলক্ষে হিলি কাস্টমস সহকারী কমিশনারের এক চিঠিতে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার এ বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি শুরু হবে।
তবে, চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা মদ্দিন।